Saturday, February 28, 2015

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষম উন্নয়নের মধ্য দিয়ে পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন



পার্বত্য অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি বড় সমস্যা হল সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা । অনেকদিন থেকে চলে আসা এই সমস্যা নিরসনকল্পে বতর্মান সাংসদ ঊষাতন তালুকদার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন ।তিনি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বভাব গড়ে তুলতে সদা সচেষ্ট । তার দৃঢ় বিশ্বাস যে,যদি অসাম্প্রদায়িক চেতনা সকলের মধ্যে জেগে উঠে তাহলে পার্বত্য চট্টগ্রামের চলমান সাম্প্রদায়িক সমস্যা অনেকাংশে লঘু হয়ে আসবে ।তিনি এই সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা উন্নয়ের পাশাপাশি অন্যান্য সকল উন্নয়নও সাধন করার জন্য অত্যন্ত দৃঢ়তার সহিত কাজ করে যাচ্ছেন ।
রাঙ্গামাটি জেলার সদর,উপজেলা ও ইউনিয়ন সকল পর্যায়ে যাতায়াত ব্যবস্হা, শিক্ষা ব্যবস্হা ও চিকিৎসা ব্যবস্হার যথাযত উন্নয়ন তাঁর একান্ত লক্ষ ও উদ্দেশ্য । তাই তিনি যথাস্হানে রাস্তাঘাট,সেতু ও কালভার্ট ইত্যাদি নির্মাণ করবেন ।আর সবার জন্য সুশিক্ষা ও সুচিকিৎসা এবং প্রযুক্তির অগ্রগতি নিশ্চিত করতে উন্নতমানের স্কুল,কলেজ,স্বাস্হ্য-কেন্দ্র ও হাসপাতাল নির্মাণ যথাসময়ে করা হবে ।সবোর্পরি তিনি রাঙ্গামাটি শহরের এবং এই এলাকার জনগণের সর্বপ্রকার উন্নয়ন সাধন করে আধুনিক বিশ্বের সাথে এগিয়ে চলার জন্য যুগোপযোগী করে গড়ে তুলবেন ।আর এসকল উন্নয়নের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এলাকাবাসীর আন্তরিক সহেযাগীতা সদা কাম্য ।

No comments:

Post a Comment