Saturday, February 28, 2015

বাঘাইছড়িতে কাচালং উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


গত ২৭ ডিসেম্বর ২০১৪ ইং তারিখে সকাল দশ ঘটিকায় কাচালং উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার । নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ঊষাতন তালুকদার এম.পি মহোদয় ।
তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সংস্কৃতি ও শিক্ষার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন । এবং বিদ্যালয় উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন । এছাড়া্ও এলাকার সার্বিক বিষয় সহ বালিকা বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কাচালং উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা । মারিশ্যা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আজিজুর রহমান আজিজ, কাচালং ডিগ্রি কলেজের উপ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ আলমগীর কবির ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা ।এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দিপ্তিমান চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদৃল মাবুদকাচালং ডিগ্রী কলেজের প্রভাষক লালন বিহারী চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবগর্গ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

No comments:

Post a Comment