Saturday, February 28, 2015

পাবত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার স‌‌‍‌ম্মেলন ২০১৪

বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক আয়োজিত "পার্বত্য আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২০১৪" অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংসদ শ্রী ঊষাতন তালুকদার । অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু ।তিনি মানবাধিকার সম্পর্কে কথা বলেন এবং অতীত,বর্তমান এবং আগামীতেও মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাবেন বলে আশ্বস দেন ।তারপর বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক তপন বড়ুয় তার মূল্যবান বক্তব্য পেশ করেন ।বিজয় রতন দে যিনি দীর্ঘকাল থেকে মানবাধিকার নিয়ে ক্জ করে আসেছেন,পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুই সাংসদ চিনু এবং ঊষাতন তালুকদার মহোদয়ের উভয়ের মধ্যে পরস্পর সহযোগীতামূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান এবং মানুষের অধিকার রক্ষার্থে কাজ করতে উপস্হিত সকলকে আহ্বান করেন ।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান জেলার সভাপতি মিস ধনাইপ্রু মিলি,রাঙ্গামাটি জেলার সভাপতি ডা:সুপ্রিয় বড়ুয়া,বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় কমিটির সভাপতি ড:সাইফুল ইসলাম দিলদার এবং ঊষাতন তালুকদার এম.পি ।"মুখের কথায় সম্প্রীতিকে সীমাবদ্ধ না রেখে অন্তর থেকে সম্প্রীতিকে উন্নয়ন করা উচিত" বলে তিনি মন্তব্য করার পাশাপাশি সবার জন্য সুখ,শান্তি এবং উন্নতি কামনা করে মানব অধিকার সম্পর্কে সচেতন হয়ে সৎ সাহস নিয়ে মানবাধিকার রক্ষার্থে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান ।

No comments:

Post a Comment