রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত দুঃস্থ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার এম.পি মহোদয় এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফিরোজা বেগম (চিনু) এম.পি মহোদয় ।
গত ২৫ জানুয়ারী ২০১৫ ইং তারিখে উপজেলা পরিষদ ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে । উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,হ্যাডম্যান,কার্বারী ও কতোয়ালী থানার ও.সি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । তাঁরা তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । বিশেষ করে, কাপ্তাই,বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়নের বিদ্যুতায়ন ও রাঙ্গামাটি জেলায় রিভার এ্যাম্বুল্যান্স (River Ambulance) -এর প্রয়োজনের কথা এই মত বিনিময় সভায় উঠে আসে । ২৯৯,পার্বত্য রাঙ্গামাটি -র নির্বাচিত সাংসদ শ্রী ঊষাতন তালুকদার এম.পি বলেন, মহিলা সাংসদ বেগম ফিরোজা বেগম (চিনু) র সাথে বিভিন্ন ক্ষেত্রে মতাদর্শের মিল না থাকলেও এলাকার উন্নয়নের ক্ষেত্রে দুই সাংসদ মিলে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা গড়ে তুলতে হবে এবং একসাথে কাজ করে এলাকার উন্নয়ন কতে হবে । রাংগামাটির যেসমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেখানে দ্রুত বিদ্যুতায়নের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে ইতিমধ্যে আলাপ করেছেন এবং আশ্বাস পেয়েছেন বলেও তিনি জানান । তাছাড়াও রাঙ্গামাটিতে কোস্টগার্ড এবং নৌ-পুলিশ মোতায়নের জন্যও কাজ করছেন । এবং গত কয়েকদিন আগে পাবলিক হেলথ এলাকায় আগুনে পুড়ে যাওয়া ৬৫ পরিবারকে চাউল,কম্বল,টিন ও আর্থিক সহযোগিতা এবং বোগাছড়ি,বাঘাইছড়ি ও নানিয়ারচড় এলাকায় কম্বল ও চাল প্রদান করেছেন বলেও তিনি উল্ল্যেখ করেন । এছাড়াও জনগণের সু-স্বাস্থ্য্য ও কৃষকদের উন্নত ফসল উৎপাদনে উন্নতমানের সার,বীজ ও কৃষি সরন্জাম ইত্যাদি এবং প্রয়োজনানুসারে যথাস্থাানে স্বাস্থ্য্য কম্প্লেকস নির্মাণ নিশ্চিত করতে তিনি স্বস্থ্য্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ে গিয়েছেন এবং সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উক্ত মতবিনিময় সভায় বলেন । সবশেষে তিনি সবার মাঝে নেতৃত্বের মাধ্যমে ভ্রাতৃত্বভাব গড়ে তুলে এই ২১ বিংশ শতাব্দীতে সহাবস্থানে থেকে “আপ ভালা তো জগৎ ভালা “ এই প্রবাদ বাক্যটিকে অনুসরন করে চলার আহ্বান জানান ।সাংসদ ঊষাতন তালুকদার ,সাংসদ বেগম ফিরোজা বেগম (চিনু ),রাংগামাটি সদর উপজেলার চেয়ারম্যান বাবু অরুন কান্তি চাকমা সহ সবাই মিলে দুঃস্থ, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ করেন ।
No comments:
Post a Comment