Thursday, March 26, 2015

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটি শহীদ মীনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন সাংসদ ঊষাতন তালুকদার





আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটি শহীদ মীনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করলেন সাংসদ ঊষাতন তালুকদার । সকাল ৫:৫৬মিনিটে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৯:০০ টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । প্রতি বছরের ন্যায় রাঙ্গামাটি স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয় । রাঙ্গামাটি শহরের বিভিন্ন বিদ্যালয়,ক্রীড়া সংস্থা,পুলিশ বাহীনিসহ অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করে । সংসদ সদস্য বাবু ঊষাতন তালুকদার,মহিলা সাংসদ বেগম ফিরোজা বেগম (চিনু),জেলা প্রশাসক মো:সামসুল আরেফিন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এই অনুষ্ঠানে যোগদান করেন । অনুষ্ঠান শেষে তাঁরা বিজয়ীদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন।




Friday, March 20, 2015

রাংগাপানিতে ক্ষতিগ্রস্স্থদের মাঝে মাননীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ।

আজ ২০ মার্চ রোজ শুক্রবার সকাল ৯:৪০ টার দিকে রাংগাপানি গ্রামের আলুটিলা এলাকায় একটি অগ্নিকান্ডে ৩টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় । ঘটনাস্থল পরিদর্শন করে মাননীয় এম পি মহোদয়ের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থদের মাঝে তৎক্ষণাৎ ত্রাণ সামগ্রী (চাল,লবণ,কম্বল,হাড়ি-পাতিল,বালতি,তেল,সাবান ইত্যাদি) বিতরণ করেন । এতে তারা খুব খুশী হন এবং সাংসদ ঊষাতন তালুকদারের দীর্ঘায়ূ ও উন্নতি কামনা করেন ।



Thursday, March 19, 2015

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি - ঊষাতন তালুকদারসংসদ সদস্য২৯৯পাব‍র্ত্য রাঙামাটি- তারিখ: ১৯ মার্চ ২০১৫
# রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর পরিচালনা বো‍র্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্ত‍র্ভুক্ত করার কথা উঠলেও এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি...

# এমতাবস্থায়,রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত: স্থপিত রেখে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তি-হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বন্টন করে দেয়ার আবারও দাবি জানাচ্ছি

Tuesday, March 17, 2015

গত ১৫ ই মার্চ দিঘীনালায় সংঘটিত সহিংস ঘটনায় সাংসদ বাবু ঊষাতন তালুকদারের উদ্বেগ প্রকাশ !

গত ১৫ ই মার্চ ২০১৫ইং তারিখে দিঘীনালায় সংঘটিত সহিংস ঘটনায়  উদ্বেগ প্রকাশ করেছেন ২৯৯ পার্বত্য রাঙ্গামাটির সাংসদ বাবু ঊষাতন তালুকদার । সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য তিনি আন্তরিকভাবে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।

Mr.Ushatan Talukder -MP expressed his concern on the violent incident took place at Dighinala in Khagrachari district on 15th March 2015.

Mr.Ushatan Talukder -member of parliament of Rangamati Hill Tracts, expressed his concern on the violent incident took place at Dighinala in Khagrachari district on 15th March 2015.He cordially urged all to solve the raised problem fast and peacefully.


Tuesday, March 10, 2015

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের উল্লাসে রাঙ্গামাটিতে আনন্দ র‌্যালি -অংশগ্রহণ করে অভিনন্দন জানালেন সাংসদ ঊষাতন তালুকদার









আজ ১০ মার্চ বিকাল ৩:৩০ মিনিটে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয় একটি আনন্দ র‌্যালী। বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় রাউন্ড খেলা নিশ্চিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানাতে এই আনন্দ র‌্যালীর আয়োজন করা হয় রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে। রাঙ্গামাটির সংসদ সদস্য বাবু ঊষাতন তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উক্ত র‌্যালীর নেতৃত্ব দেন ।এই র‌্যালীটি রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান ফটক থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে সাংসদ ঊষাতন তালুকদার টাইগারদের অভিনন্দন জানিয়ে বলেন -“আসলে বাংলাদেশ চাইলে সবকিছু করতে পারে এবং ভবিষ্যতে যেন বিশ্ব চ্যাম্পিয়নের সেই কাঙ্খিত শিরোপাও ছিনিয়ে আনতে পারে সেই কামনা করছি আর আমরা এই বিজয়ের মাসে এখানে সবাই একত্রিত হয়ে, সম্মিলিতভাবে বিজয়ী খেলোয়ারদের পাশাপাশি মিুক্তিযুদ্ধে শহীদদেরও স্মরণ করে শ্রদ্ধা জানালাম। এভাবে  আমরা পরবর্তীতে বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারব এই আশা রেখে সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ’’।
এগিয়ে যাও বাংলাদেশ...বাংলাদেশ....বাংলাদেশ...এই শ্লোগানকে নিয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষওএই র‌্যালীতে অংশগ্রহণ করেন।

Sunday, March 8, 2015

আন্তর্জাতিক নারী সম্মেলন দিবসে সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার




আজ ৮ মার্চ  ২০১৫ইং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  শ্রী ঊষাতন তালুকদার । তিনি প্রথমেই উক্ত সভায় নারীদের উল্ল্যখযোগ্য পরিমাণে অংশগ্রহণ একটা উৎসাহ ও অনুপ্রেরণার বিষয় বলে মন্তব্য করেন । পুরুষতাণ্ত্রিক সমাজে নারীকে একটা ভোগ্যপণ্য মনে করা হয় এবং পুরুষের দ্ব‍ারা নারীরা অনেক অত্যাচারিত, অবহেলিত ও নিপীড়িত বলে তিনি বলেন ।তাঁর বক্তব্যে তিনি আরো বলেন - পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীরা নিজেরাই এগিয়ে আসা দরকার । সংগঠিত শক্তিকে সবাই ভয় করে, তাই  সকল নারীদের একতাবদ্ধ ও সংঘবদ্ধ হতে হবে। কেউ কাউকে  অধিকার এমনিতেই দেয় না, সেটা ছিনিয়ে নিতে হয়,আদায় করতে হয় । যদিও আমাদের দেশে প্রধানমণ্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী হলেও এখনও নারীদের ক্ষমতায়ন হয়েছে বলা যায় না । আর তাইতো সবিতা চাকমা, কল্পনা চাকমা সহ আরো  অন্যান্য অনেক নারীর মত আজও নারীরা বার বার ধর্ষিত হচ্ছে, অপহ্রিত হচ্ছে । পুরুষ শাসিত সমাজে WIFE (স্ত্রী) মানে মনে করা হয় W-Wonderful ,I-Instrument ,F-For, E-Enjoyment. এই ধরনের হীন মানসিকতা সম্পন্ন সমাজে নারীরা কি পেতে পারে? । তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টায় নারী-পুরুষ, ধনী-গরীব, সব ভেদাভেদ ভুলে একটি সুন্দর অসাম্প্রদায়িক দেশ,বাংলাদেশ গড়ে তুলি !

Monday, March 2, 2015

বিলাইছড়ি উপজেলায় সর্বপ্রকার উন্নয়নের কার্যক্রম সম্প্রসারণ

বিলাইছড়ি উপজেলার জনসাধারণের ‍জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি তথা সকল ধরণের উন্নয়ন নিশ্চিত করতে তিন দিনের সফরে গেলেন মাননীয় সংসদ সদস্য বাবু ঊষাতন তালুকদার এম.পি । গত ১১ ফেব্রুয়ারী ২০১৫ ইং তারিখ তিনি এই সফর আরম্ভ করেন । তাঁর এই দীর্ঘ ও ক্লান্তিকর সফরে সফরসঙ্গী ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শুভ মঙ্গল চাকমা, বিলাইছড়ি স্বাস্থ্য কম্প্লেক্সের মেডিকেল অফিসার ডা:মো:কামরুল হাসান , তাঁর ব্যক্তিগত সহকারী তয়েন চাকমা ও অন্যান্য সফরসঙ্গীগণ । তিনি বিলাইছড়ি সদর উপজেলা, পাংখোয়া পাড়া, তক্তানালা, ফারুয়া, যমুনাছড়ি, কেংড়াছড়ি, ও কেংড়াছড়ি বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার জনগণের সাথে মত বিনিময় করে তাঁদের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধার কথ‍া জানতে চান । এসময় যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় উৎপাদিত কৃষিজাত দ্রব্য যথাসময়ে বাজারজাতকরণ সম্ভব হয় না বলে, যাতায়াতের সুবিধার্থে ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বোটের সংখ্যা বৃদ্ধিকরণের এবং গাড়ী চলাচলের জন্য রাস্তা তৈরীর দাবী করেন সেখানকার মানুষ। এবং নেটওয়ার্কের আওতায় না থাকা এলাকাগুলোতে নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার স্থাপন করে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এম.পি মহোদয়কে অনুরোধ জানান । সাধারণ মানুষের সাথে আলাপ-আলোচনা ও মতামত আদান-প্রদানের মাধ্যমে গোটা বিলাইছড়ি উপজেলার অবস্থা জানা যায় । সেখানে ছাত্র-ছাত্রীর তুলনায় স্কুল কলেজের সংখ্যা একেবারেই নগণ্য । আর যে অল্প কয়েকটি স্কুল আছে সেগুলোর বেশীরভাগই এখনও রেজিস্টারকৃত করা সম্ভব হয় নি এবং পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই । 
বিলাইছড়ি উপজেলার অধিকাংশ মানুষের জীবিকার্জনের মাধ্যম হল কৃষি । এই কৃষিকাজ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন । বিশেষ করে কাপ্তাই-হ্রদের পানি ঠিক সময়ে না কমা এবং ন‍া বাড়ার কারণে জলে ভাসা জমিগুলোতে চাষ করা খুবই জটিল হয়ে পড়ে । বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকার মানুষ অনেক সময় চিকিৎসার সুযোগ থকে বঞ্চিত হয় । সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র না থাকাই এর প্রধান কারন । এসকল সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান সেখানকার সাধারণ মানুষ । বাবু ঊষাতন তালুকদার সকল এলাকার (ফারুয়া,তক্তানালা,যমুনাছড়ি,পাংখোয়া পাড়া, কেংড়াছড়ি,কেংড়াছড়ি বাজার) জনগণের অভাব-অভিযোগ,ও সুখ-দুঃখের কথা মনযোগ সহকারে শুনেন এবং তাঁর উন্নয়ন কর্যক্রমের ধাপসমূহ তাদের কাছে তুলে ধরেন । তিঁনি তাঁর বক্তব্যে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন তথা ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য বোটের সংখ্যা বৃদ্ধিকরণ,বিলাইছড়ি সদর উপজেলায় পাকা রাস্তা তৈরী,এবং আলিহং থেকে ফারুয়া পর্যন্ত মোটরসাইকেল ও জীপ গাড়ী চলাচলের উপযোগী করে গড়ে তোলা সহ আরো অনেক উন্নয়ন করা হবে বলে জানান । 

জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন বলে তিনি আশ্বাস দেন । সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করতে স্কুল কলেজের সংখ্যা বৃদ্ধিকরণ,শিক্ষক নিয়োগ,ছাত্রাবাস স্থাপন,শিক্ষা সামগ্রী ও ল্যাপটপ কম্পিউটার বিতরণ, বিদ্যালয় রেজিস্টারকরণ সহ ইত্যাদি উন্নয়নমূলক কার্যক্রম অবশ্যই করবেন বলে প্রকাশ করেন । সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ,জাতি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি অভিভাবক, ছাত্র-ছাত্রী ও উপস্থিত সকলকে আহ্বান জানান । যেহেতু বিলাইছড়ি উপজেলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল তাই তিঁনি কৃষকদের যথাযতভাবে ট্রেনিং করানোর জন্য কৃষিকর্মকর্তদেরকে নির্দেশ প্রদান করেন । এছাড়াও পানি সেচের জন্য পাওয়ার টিলার ও পাওয়ার পাম্প প্রদান এবং জলেভাসা জমিগুলোর চাষাবাদ করতে সঠিক সময়ে পানি উঠাতে ও নামাতে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে দৃঢ় আশ্বাস দেন । আরও ‍উন্নতমানের ফসল উৎপাদনের লক্ষ্যে হাইব্রিড বীজ পার্বত্য এলাকায় আমদানি করার কথাও তিনি প্রকাশ করেন । 

“স্বাস্থ্যই সকল সুখের মূল “। তাই সকল স্তরের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থ‍ানে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কথা বলেন । আর তাঁর সফরসঙ্গী ডা:মো: কামরুল হাসানের পরামর্শ নিয়ে বিনামূল্যে ঔষধ নেওয়ার জন্য বলেন । শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এবং তিনি সংসদের ভিতরে ও বাইরে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন । তবে “নানা মুনির নানা্ মত “ থাকার কারণে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করতে একটু বিলম্ব হচ্ছে বলে সেখানকার জনসাধারণকে বলেন । এবিষয়ে সবাইকে একতাবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিঁনি। সবশেষে বিলাইছড়ি এলাকার মানুষ এই শুষ্ক মৌসুমে কষ্ট করে তাদের খোঁজ-খবর নিতে আসার জন্য এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানান এবং এই দিনগুলি তাদের জীবনে স্বরণীয় হয়ে থাকবে বলেও প্রকাশ করেন । অবশেষে সাংসদ ঊষাতন তালুকদার তক্তানালা লাইব্রেরীর উন্নয়ন ও বই ক্রয়ের জন্য এবং যমুনাছড়ির গির্জাগুলোর উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করে সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে বিদায় নেন ।

বিলাইছড়ি উপজেলায় সর্বপ্রকার উন্নয়নের কার্যক্রম সম্প্রসারণ