Tuesday, March 10, 2015

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের উল্লাসে রাঙ্গামাটিতে আনন্দ র‌্যালি -অংশগ্রহণ করে অভিনন্দন জানালেন সাংসদ ঊষাতন তালুকদার









আজ ১০ মার্চ বিকাল ৩:৩০ মিনিটে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয় একটি আনন্দ র‌্যালী। বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় রাউন্ড খেলা নিশ্চিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানাতে এই আনন্দ র‌্যালীর আয়োজন করা হয় রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে। রাঙ্গামাটির সংসদ সদস্য বাবু ঊষাতন তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উক্ত র‌্যালীর নেতৃত্ব দেন ।এই র‌্যালীটি রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান ফটক থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে সাংসদ ঊষাতন তালুকদার টাইগারদের অভিনন্দন জানিয়ে বলেন -“আসলে বাংলাদেশ চাইলে সবকিছু করতে পারে এবং ভবিষ্যতে যেন বিশ্ব চ্যাম্পিয়নের সেই কাঙ্খিত শিরোপাও ছিনিয়ে আনতে পারে সেই কামনা করছি আর আমরা এই বিজয়ের মাসে এখানে সবাই একত্রিত হয়ে, সম্মিলিতভাবে বিজয়ী খেলোয়ারদের পাশাপাশি মিুক্তিযুদ্ধে শহীদদেরও স্মরণ করে শ্রদ্ধা জানালাম। এভাবে  আমরা পরবর্তীতে বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারব এই আশা রেখে সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ’’।
এগিয়ে যাও বাংলাদেশ...বাংলাদেশ....বাংলাদেশ...এই শ্লোগানকে নিয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষওএই র‌্যালীতে অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment