Sunday, March 8, 2015

আন্তর্জাতিক নারী সম্মেলন দিবসে সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার




আজ ৮ মার্চ  ২০১৫ইং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  শ্রী ঊষাতন তালুকদার । তিনি প্রথমেই উক্ত সভায় নারীদের উল্ল্যখযোগ্য পরিমাণে অংশগ্রহণ একটা উৎসাহ ও অনুপ্রেরণার বিষয় বলে মন্তব্য করেন । পুরুষতাণ্ত্রিক সমাজে নারীকে একটা ভোগ্যপণ্য মনে করা হয় এবং পুরুষের দ্ব‍ারা নারীরা অনেক অত্যাচারিত, অবহেলিত ও নিপীড়িত বলে তিনি বলেন ।তাঁর বক্তব্যে তিনি আরো বলেন - পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীরা নিজেরাই এগিয়ে আসা দরকার । সংগঠিত শক্তিকে সবাই ভয় করে, তাই  সকল নারীদের একতাবদ্ধ ও সংঘবদ্ধ হতে হবে। কেউ কাউকে  অধিকার এমনিতেই দেয় না, সেটা ছিনিয়ে নিতে হয়,আদায় করতে হয় । যদিও আমাদের দেশে প্রধানমণ্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী হলেও এখনও নারীদের ক্ষমতায়ন হয়েছে বলা যায় না । আর তাইতো সবিতা চাকমা, কল্পনা চাকমা সহ আরো  অন্যান্য অনেক নারীর মত আজও নারীরা বার বার ধর্ষিত হচ্ছে, অপহ্রিত হচ্ছে । পুরুষ শাসিত সমাজে WIFE (স্ত্রী) মানে মনে করা হয় W-Wonderful ,I-Instrument ,F-For, E-Enjoyment. এই ধরনের হীন মানসিকতা সম্পন্ন সমাজে নারীরা কি পেতে পারে? । তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টায় নারী-পুরুষ, ধনী-গরীব, সব ভেদাভেদ ভুলে একটি সুন্দর অসাম্প্রদায়িক দেশ,বাংলাদেশ গড়ে তুলি !

No comments:

Post a Comment