
Saturday, February 28, 2015
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস
আজ ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতিনিধির মাধ্যমে ফুলের শ্রদ্ধাঞ্জলী দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার এম.পি ।

মত বিনিময় সভা এবং দুঃস্থ, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ






মোনঘরের ৪০ -বর্ষপূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতাদের সম্মাননা


আজ ১৬ই জানুয়ারী ২০১৫ ইংরেজী রোজ শুক্রবার । আজকের সকালটি ছিল একটু কুয়াশাচ্ছন্ন আর তারই মাঝে শুরু হল ঝিড়ি ঝিড়ি বৃষ্টি । প্রকৃতির এই মনোরম পরিবেশে মোনঘর মাঠ প্রাঙ্গণে সকাল ৯:০০ টার দিকে শুরু হল মোনঘরের ৪০ বছর পূর্তিতে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাধারন সম্পাদক এবং প্রাক্তন ছাত্র শ্রী কির্তী নিশান চাকমা । তিনি চারটি ভাষায় (চাকমা,বাংলা,ইংরেজী এবং ফরাসী) অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন । প্রথমেই অনুষ্ঠানে সমবেত সবাই একত্রে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন । তারপর আমাদের অতি মনোরম ঐতিহ্যবাহী একটি গান “তুরু তুরু তুরুরু..বাজি বজাত্তে......পাড়ায় পাড়ায় বেরেবং বেক্কুন মিলিনেই…...”এই গানের সুর বাজিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার এম.পি মেহোদয় ।







বাঘাইছড়িতে কাচালং উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সংস্কৃতি ও শিক্ষার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন । এবং বিদ্যালয় উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন । এছাড়া্ও এলাকার সার্বিক বিষয় সহ বালিকা বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কাচালং উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা । মারিশ্যা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আজিজুর রহমান আজিজ, কাচালং ডিগ্রি কলেজের উপ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ আলমগীর কবির ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা ।এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দিপ্তিমান চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদৃল মাবুদকাচালং ডিগ্রী কলেজের প্রভাষক লালন বিহারী চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবগর্গ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।



এই প্রথম কোন এম.পি তাদের সুখ দুঃখের খবর নিতে তাঁদের এলাকায়


গত ২৭ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি গ্রামে শ্রী ঊষাতন তালুকদার এম.পি মহোদয় গ্রামবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা , বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ আলমগীর কবির এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্রক্তিবর্গ । কম্বল পেয়ে সবাই খুশী হন এবং সাধুবাদ জানান । তাঁরা আরো বলেন যে, এই প্রথম কোন এম.পি তাদের সুখ দুঃখের খবর নিতে তাঁদের এলাকায় যান ।


পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাম্তবায়নের মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা

১৬ ডিসেম্বর ২০১৪ ইং তারিখে ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে






১৬ ডিসেম্বর ২০১৪ ইং তারিখে ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ ঊষাতন তালুকদার এবং অন্যান্য ব্যক্তিবর্গ ।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষম উন্নয়নের মধ্য দিয়ে পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন

পার্বত্য অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি বড় সমস্যা হল সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা । অনেকদিন থেকে চলে আসা এই সমস্যা নিরসনকল্পে বতর্মান সাংসদ ঊষাতন তালুকদার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন ।তিনি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বভাব গড়ে তুলতে সদা সচেষ্ট । তার দৃঢ় বিশ্বাস যে,যদি অসাম্প্রদায়িক চেতনা সকলের মধ্যে জেগে উঠে তাহলে পার্বত্য চট্টগ্রামের চলমান সাম্প্রদায়িক সমস্যা অনেকাংশে লঘু হয়ে আসবে ।তিনি এই সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা উন্নয়ের পাশাপাশি অন্যান্য সকল উন্নয়নও সাধন করার জন্য অত্যন্ত দৃঢ়তার সহিত কাজ করে যাচ্ছেন ।
রাঙ্গামাটি জেলার সদর,উপজেলা ও ইউনিয়ন সকল পর্যায়ে যাতায়াত ব্যবস্হা, শিক্ষা ব্যবস্হা ও চিকিৎসা ব্যবস্হার যথাযত উন্নয়ন তাঁর একান্ত লক্ষ ও উদ্দেশ্য । তাই তিনি যথাস্হানে রাস্তাঘাট,সেতু ও কালভার্ট ইত্যাদি নির্মাণ করবেন ।আর সবার জন্য সুশিক্ষা ও সুচিকিৎসা এবং প্রযুক্তির অগ্রগতি নিশ্চিত করতে উন্নতমানের স্কুল,কলেজ,স্বাস্হ্য-কেন্দ্র ও হাসপাতাল নির্মাণ যথাসময়ে করা হবে ।সবোর্পরি তিনি রাঙ্গামাটি শহরের এবং এই এলাকার জনগণের সর্বপ্রকার উন্নয়ন সাধন করে আধুনিক বিশ্বের সাথে এগিয়ে চলার জন্য যুগোপযোগী করে গড়ে তুলবেন ।আর এসকল উন্নয়নের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এলাকাবাসীর আন্তরিক সহেযাগীতা সদা কাম্য ।
পাবত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২০১৪
বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক আয়োজিত "পার্বত্য আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২০১৪" অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংসদ শ্রী ঊষাতন তালুকদার । অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু ।তিনি মানবাধিকার সম্পর্কে কথা বলেন এবং অতীত,বর্তমান এবং আগামীতেও মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাবেন বলে আশ্বস দেন ।তারপর বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক তপন বড়ুয় তার মূল্যবান বক্তব্য পেশ করেন ।বিজয় রতন দে যিনি দীর্ঘকাল থেকে মানবাধিকার নিয়ে ক্জ করে আসেছেন,পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুই সাংসদ চিনু এবং ঊষাতন তালুকদার মহোদয়ের উভয়ের মধ্যে পরস্পর সহযোগীতামূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান এবং মানুষের অধিকার রক্ষার্থে কাজ করতে উপস্হিত সকলকে আহ্বান করেন ।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান জেলার সভাপতি মিস ধনাইপ্রু মিলি,রাঙ্গামাটি জেলার সভাপতি ডা:সুপ্রিয় বড়ুয়া,বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় কমিটির সভাপতি ড:সাইফুল ইসলাম দিলদার এবং ঊষাতন তালুকদার এম.পি ।"মুখের কথায় সম্প্রীতিকে সীমাবদ্ধ না রেখে অন্তর থেকে সম্প্রীতিকে উন্নয়ন করা উচিত" বলে তিনি মন্তব্য করার পাশাপাশি সবার জন্য সুখ,শান্তি এবং উন্নতি কামনা করে মানব অধিকার সম্পর্কে সচেতন হয়ে সৎ সাহস নিয়ে মানবাধিকার রক্ষার্থে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান ।

পরিষ্কার-পরিচ্ছসন্ন ও মাদকমুক্ত রাঙ্গামাটি
গত ০৫ জানুয়ারী ২০১৩ ইং তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে সবোর্চ্চ ভোট (৯৬,২৩৭) পেয়ে শ্রী ঊষাতন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হন । তিনি রাঙ্গামাটি শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । বিশেষ করে রাঙ্গামাটি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মাদকমুক্ত করে রাখতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন । এই শহরের পরিবেশকে সুন্দর,মনোরম ও আকর্ষণীয় করে গড়ে তুলতে তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন । তাছাড়াও বর্তমানে মাদকদ্রব্য সেবন বেড়ে যাওয়ার ফলে সেখানকার যুবসমাজের অনেকেই বিপথগামী হয়ে পড়েছে । তাই মাদকদ্রব্যকে সমূলে উৎখাত করার জন্য তিনি মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলবেন । সর্বোপরি, সুশৃঙ্খল,শান্তিপূর্ণ ও উন্নত রাঙ্গামাটি শহর তিনি উপহার দিতে চান ।এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সকল রাঙ্গামাটি বাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন ।
Subscribe to:
Posts (Atom)