Friday, May 29, 2015

এই ধরনের অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অথবা সদস্যদের অবশ্যই রাখবেন-ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



আজ ৩০ মে ২০১৫ ইং সকাল ১০ ঘটিকায় মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০১৫ সালের এস.এস.সি/সমমানের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন । সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০১৫ সালের এস.এস.সি/সমমানের  পরীক্ষার ফলাফল/পাশের হার সবার সামনে তুলে ধরেন । উক্ত ভিডিও কনফারেন্সে সরাসরি যোগ দেন রাঙ্গামাটি ও নীল ফামারী জেলা। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয় । এখানে অংশগ্রহণ করেন রাঙ্গামাটির সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার, মহিলা সাংসদ বেহম ফিরোজা বেগম চিনু,জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন, সাবেক প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ । সংসদ সদস্য ঊষাতন তালুকদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ শিক্ষার অনেক অগ্রগতি হয়েছে  বলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে এস.এস.সি পরীক্ষা চললেও তা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে গুরুত্বারোপ করে বলেন । তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাঙ্গামাটি কলেজের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে  বলে এবং তা খুব দ্রুত পুনর্ণির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান । এরপর তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে ও সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান । প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে জানান । সবশেষে তিনি রাঙ্গামাটির জেলা প্রশাসককে সম্বোধন করে বলেন “এই ধরনের অনুষ্ঠানে  আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অথবা সদস্যদের অবশ্যই রাখবেন । কারণ আমরা শান্তিচুক্তি যাদের সাথে করেছি তাদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে হবে ।” 

No comments:

Post a Comment