আজ রাঙ্গাপানিতে “রাঙ্গাপানি উজানি ড্রাইভার কল্যাণ সমিতির পুনর্ণমিলনি অনুষ্ঠানে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বাবু উষাতন তালুকদার । তিনি রাঙ্গাপানি গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান । এই গ্রামকে পড়ালেখা, খেলাধুলা ,কারিগরী শিক্ষা,সংস্কৃতি ইত্যাদির দিক দিয়ে স্বয়ংসম্পুর্ণ গ্রামে পরিণত করার পরামর্শ দেন । তিনি বলেন,যে কোন কাজে সফলতা না আসা পর্যন্ত লেগে থাকতে হবে এবং অন্যের কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে । আর চালকদের উদ্দেশ্যে বলেন ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে এবং অর্জিত অর্থের কিছু অংশ সঞ্চয় করতে। চালকরা নিজেদেরকে দুর্বল না ভেবে এই পেশার পাশাপাশি উদ্যোগী হয়ে এই ধণের সমিতির মত আরো কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে বলেও তিনি জানান। সবশেষে রাঙ্গাপানি গ্রামের ও চালক সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন । এছাড়াও নাগরিক কমিটির সভাপতি বাবু গৌতম দেওয়ান, বিশিষ্ট কন্ঠশিল্পী বাবু রনজিত দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বাবু পলাশ কুসুম চাকমা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
Thursday, May 28, 2015
ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে হবে -রাঙ্গাপানি উজানি ড্রাইভার কল্যাণ সমিতির পুনর্ণমিলনি অনুষ্ঠানে বললেন শ্রী ঊষাতন তালুকদার
আজ রাঙ্গাপানিতে “রাঙ্গাপানি উজানি ড্রাইভার কল্যাণ সমিতির পুনর্ণমিলনি অনুষ্ঠানে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বাবু উষাতন তালুকদার । তিনি রাঙ্গাপানি গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান । এই গ্রামকে পড়ালেখা, খেলাধুলা ,কারিগরী শিক্ষা,সংস্কৃতি ইত্যাদির দিক দিয়ে স্বয়ংসম্পুর্ণ গ্রামে পরিণত করার পরামর্শ দেন । তিনি বলেন,যে কোন কাজে সফলতা না আসা পর্যন্ত লেগে থাকতে হবে এবং অন্যের কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে । আর চালকদের উদ্দেশ্যে বলেন ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে এবং অর্জিত অর্থের কিছু অংশ সঞ্চয় করতে। চালকরা নিজেদেরকে দুর্বল না ভেবে এই পেশার পাশাপাশি উদ্যোগী হয়ে এই ধণের সমিতির মত আরো কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে বলেও তিনি জানান। সবশেষে রাঙ্গাপানি গ্রামের ও চালক সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন । এছাড়াও নাগরিক কমিটির সভাপতি বাবু গৌতম দেওয়ান, বিশিষ্ট কন্ঠশিল্পী বাবু রনজিত দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বাবু পলাশ কুসুম চাকমা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment