Sunday, May 17, 2015

বিবেককে জাগ্রত করা,মানবতাকে বিকশিত করা ও মানুষকে ভাল করার কাজে নিয়োজিত আছেন স্কাউট কর্মীরা-ঊষাতন তালুকদার


আজ রাঙ্গামাটি কলেজ এলাকায় বাংলাদেশ স্কাউটস রাঙ্গামাটি পার্বত্য জেলা রোভার কর্তৃক আয়োজিত পাচ দিনব্যাপী (১৬-২০ মে ২০১৫) ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ঊষাতন তালুকদার । তিনি উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ছাত্রীদের উদ্দেশ্যে কিছু শিক্ষামূলক ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন । তিনি বলেন-‍" বিবেককে জাগ্রত করা,মানবতাকে বিকশিত করা ও মানুষকে ভাল করার কাজে নিয়োজিত আছেন স্কাউট কর্মীরা । পরোপকারী ও সুস্থ মনের মানুষ হিসেবে গড়ে উঠতে এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে স্কাউট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সমাজে একজন ভাল মানুষ হতে গেলে কিছু নিয়মশৃঙ্খলা মেনে চলতে হয় এবং অনেকগুলো গুণাবলীর অধিকারী হতে হয় । আর স্কাউট ক্যাম্পেইনে এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় ।এই ক্যাম্পেইন সুস্থভাবে,সফলভাবে ও সুন্দরভাবে যেন সম্পন্ন হয় এই কামনা করে আজ এই স্কাউট ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলাম ।" অনুষ্ঠানে ক্যাম্পেইনের কোর্স লিডার প্রফেসর কামাল উদ্দিন সহ আরো গন্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
 

No comments:

Post a Comment